লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান জননেতা আমিনুল ইসলাম আমিনের জন্মদিন পালন করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আলহাজ্ব মোস্তাফিজুর কলেজ মাঠে উপজেলা আওয়ামী যুবলীগ, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ, জাতীয় শ্রমিকলীগ ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবছার উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সহ- সভাপতি মোহাম্মাদ হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুজ্জমান চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ দুবাই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, যুগ্ম আহবায়ক এ.কে.এম পারভেজ, যুবলীগ নেতা সাকিবুল হাসান লাভলু, আ.ন.ম আব্দুল্লাহ বাবলু, মুনতাসীর মোকাররম সিকদার, সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুলতান মীর্জা, লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহেছানুল হক, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন মানিক, নাজিম উদ্দিন নাজু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জিহান ও উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শফিউল উমাম প্রমুখ।
এদিকে, সন্ধ্যা ৬টায় পদুয়া তেওয়ারী হাটস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিয়া ফারুক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বাবুল, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মানিক, পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা, আওয়ামী লীগ নেতা অনুপম দাশ, নিতাই দাশ, খেলন দাশ, ডা : মনছুর, নুরুল কবির, আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান, নুরুল আলম, বেলাল উদ্দিন, আক্তার উদ্দিন, এরশাদ উদ্দিন, মোহাম্মদ রুবেল ও ফরিদুল আলম প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের জন্মদিন পালন করেন।