
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫শ’ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সততা ট্রেডার্স নাম উক্ত প্রতিষ্ঠান কেজিপ্রতি ৯০ টাকায় কেনা এসব চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান চালায়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আনিছুর রহমান বলেন, চট্টগ্রামের হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে ৫শ বস্তা চিনি জব্দ করেছি। সবমিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে। ৫০ কেজি ওজনের বস্তার গায়ে সাড়ে ৪ হাজার টাকা দাম লেখা আছে। সে হিসেবে কেজিপ্রতি চিনির দাম পড়ে ৯০ টাকা। কিন্তু তাদের ভাউচারে দেখা গেছে তারা কেজিপ্রতি ১০৫ টাকা দরে বিক্রি করছেন। যদিও সরকার গত ১৮ নভেম্বর প্রতিকজি চিনি খুচরায় ১০২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত দিয়েছে। আমরা সতকর্তামূলকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেছি।