
নগরীর চকবাজার গুলজার টাওয়ারের সামনে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্রেশ ইন হোটেলের নীচে বাটার শো রুমে এ আগুন লাগে। আগুন মূহুর্তে চারি দিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন বেড়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে পরে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষনিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি জানা যায়নি।
আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।