ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলন্ত বাসে হুইস্কি পান, চুয়েটে চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মাদক গ্রহণ করার অভিযোগে  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)এর চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিস্কার হওয়ার চার শিক্ষার্থী হলেন ইমরান হাসান মুরাদ (আইডি ১৭০৩১২৮), প্রত্যয় দেব (১৭০৩০৮২), আকিব জাবেদ আসিফ (১৭০৩১১১) ও আমানত উল্লাহ (১৭০৩১১৪)। তারা চারজনই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চুয়েট ক্যাম্পাসে রাতে ফেরার বাসে হুইস্কি পানরত অবস্থায় হাতেনাতে ধরা হয় তাদের।

তিনি জানান, ‘প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের শোকজ করা হয়েছে। শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

চুয়েট প্রশাসনের এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান অধ্যাপক ড. রেজাউল করিম।

সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই চুয়েট বাসে মাদক অভিযান চালিয়ে আসছে চুয়েট প্রশাসন।  চুয়েট ছাত্রকল্যাণ দপ্তর এবং বিভিন্ন হলের প্রভোস্টসহ কয়েক গত মঙ্গলবার রাতের ক্যাম্পাসে ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান শিক্ষকদের একটি দল। এসময় উল্লেখিত চারজনকে বাসে হুইস্কি পানরত অবস্থায় পান শিক্ষকেরা।

পরে গতকাল বুধবার জরুরি ডিসিপ্লিন কমিটির সভা ডাকে চুয়েট প্রশাসন। ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিষ্কার করা হয়।  আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়েট প্রশাসন। সেই সঙ্গে এমন কর্মকান্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

 

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print