সীতাকুণ্ডের কুমিরায় লরীর সাথে সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী ইমন অবশেষে মারা গেছে।
শনিবার রাত সাড়ে ১১ টার সময় ঢাকাস্থ এ্যাপোলাে হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমনের নিকটাত্মীয় মোঃ নবিউল আলম। ইমন কুমিরা ঘাটঘর এলাকার লেদু কোম্পানির পুরাতন বাড়ির মৃত নুরুল আলমের পুত্র।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত পৌনে ১১টা দিকে উপজেলার কুমিরাস্থ পিএইচপি গেইট এলাকায় দুই বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ছোট কুমিরা থেকে বড় কুমিরা বাজারে যাওয়ার পথে কুমিরা পিএইচপি গেইট অতিক্রমকালে দাঁড়ানো একটি লরিকে সজোরে ধাক্কা দিলে দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ঔইদিন আরিফকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত ইমনকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্যে শনিবার ঢাকায় এ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর পরই তার মৃত্যু হয়।