
মহানগরীর বন্দর থানার হালিশহর আনন্দ বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোমিন (১৭)।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন বন্দর থানার মধ্যম হালিশহর আনন্দ বাজার এলাকার আব্দুর রবের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আনন্দ বাজার থেকে সি-বিচে যাচ্ছিল। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় মোমিন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মরদেহের ঘরে রাখা হয়েছে।