
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোজাহের উদ্দিন প্রকাশ রাজিব (৩৩)।
শুক্রবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে চট্টগ্রাম ক্যামিকেল কমপ্লেক্স কারখানার দুই নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।থেকে একটি আগ্নে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
বিষয়টি আজ রবিবার সকালে নিশ্চিত করেন,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মোজাহের উদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য তার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি রাজশাহী পুটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি এবং সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোজাহের উদ্দিন প্রকাশ রাজীব ঢাকা থেকে বিগত দেড় মাস আগে সীতাকুণ্ডে আসেন। এই দেড় মাসে তিনি চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানায় ডাকাতিসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটান। ডাকাতিতে প্রাপ্ত অর্থ আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে গোপনে সাংগঠনিক প্রচারণা বৃদ্ধির কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হচ্ছিল। অন্যদিকে সীতাকুন্ড আসার খবরে পুলিশ তার উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানার ২ নম্বর গেটের সামনে থেকে এসআই নির্মল ত্রিপুরার নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।