
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টর ও উভয়পক্ষের ৮ জন নেতা–কর্মী আহত হয়েছে। সংঘর্ষে আহত চবি সহকারী প্রক্টরের নাম শহিদুল ইসলাম।এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ১টা পর্যন্ত। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এর আগের দিন বৃহস্পতিবার রাতেও চবি রেল স্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে কর্মরত ডা. খোন্দকার মো. আতাউল গণি বলেন, সংঘর্ষের আহত সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এছাড়া আহত কয়েকজন চিকিৎসা নিয়েছে। একজনের মাথায় জখম হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের ওপর ইটপাটকেল ছুঁড়েছে। পাল্টা জবাব দিয়ে তাদের প্রতিহত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর রবিউল ভূঁইয়া বলেন, ‘রাতে দুই পক্ষের ঝামেলা হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা চলছে।