
মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাউজান উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে অভিষেক ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজার রোগীর ফ্রি চিকিৎসা ও ঔষধ সুবিধা পেয়েছে অন্তত ২শ’ অসহায় ও সুবিধা বঞ্চিত নারী-পুরুষ।
চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর সর্তা জাগরণী ক্লাবের সভাপতি এস এম ইয়াকুব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ক্লাবের উপদেষ্টা হারুন পাশা, রেনেস্কোর পরিচালক মোহাম্মদ মুসা, সমাজ সেবক শফিউল আজম, উপদেষ্টা কামাল উদ্দিন তৈয়ব, সহ সভাপতি নুরুল আবসার, উপদেষ্টা শফিউল আলম, সাংবাদিক নূর মোহাম্মদ রানা, উপদেষ্টা মোহাম্মদ শফি, উপদেষ্টা নুরুল আজম, প্রবাসী পরিষদের উপদেষ্টা মাওলানা সেলিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, সহ-সভাপতি এডভোকেট রিয়াজ মঞ্জুরুল হক, নুরুল আজম , নির্বাহী সদস্য জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ওসমান , সহ-সাধারণ সম্পাদক জাফর, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক হাসান।
ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ নেওয়াজ মোঃ সিকদার,লায়ন ডাঃ নারায়ন চন্দ্ৰ নাথ,ডাঃ মোহাম্মদ পারভেজ রানা,ডা: আইভি সুলতানা ,ডা: আহমদ শরীফ (মানিক)।