
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বাবা- মার সাথে রাখ করে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী (১৪)। পুলিশ মেয়েটি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
আজ বুধবার (২২ ফেব্রুুয়ারি) ভোরে নগরীর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ৭ম শ্রেণির মোহরার একটি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রী বলে জানায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ মো. রাসেল (২১) নামে এক যু্বককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি তার সৎ মায়ের সঙ্গে থাকতো। মঙ্গলবার রাতে বাবা-মার সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে সে মোহরা এলাকার নিজ বিদ্যালয়ের কাছে ঘোরাফেরা করেছিল। যেখানে রাসের তাকে দেখতে পেয়ে রাতে আশ্রয় দেয়ার কথা বলে বাসায় নিয়ে যায়।
এরপর বাসায় নিয়ে কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের ফোন পেয়ে বিদ্যালয়ের পিছন থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি জানিয়েছে তাকে রাসেল ধর্ষণ করেছে।
আমরা মেয়েটি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছি সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বুধবার অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।