
ভবন নির্মাণে চুক্তি ভঙ্গ প্রতারণার অভিযোগে চট্টগ্রামে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক আইনজীবী।
আজ (বুধবার ২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট জুয়েল দেব অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার একমাত্র আসামি করা হয়েছে নুপুর চৌধুরী, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ৭ নং এইচ এস এস রোড কোতোয়ালী, চট্টগ্রামকে।
মামলার বাদী চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ নাসের পাঠক ডট নিউজকে জানান, আমার তফসিলভুক্ত নগরীর রহমতগঞ্জ মৌজার জামালখান এলাকায় অবস্থিত জায়গায় বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে বিবাদীর প্রতিষ্ঠানের সঙ্গে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর রেজিষ্ট্রাড চুক্তিনামা সম্পাদন হয়।
চুক্তি অনুযায়ী তিন বছর পরবর্তী আরও ছয় মাস সময়ের মধ্যে বহুতল ভবন নির্মাণ করে শর্ত মতে ৪০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় ৯ বছর ৯ মাস চুক্তির শর্ত ভঙ্গ করে তাদের প্রাপ্ত অংশ বুঝিয়ে না দিয়ে প্রতারণা মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গ করে।
এই দীর্ঘ সময়ে বাদী ভাড়া বাসায় থেকে প্রতি মাসে ১৫০০০ টাকা করে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে বিবাদীকে নোটিশ প্রদান করলও তিনি নোটিশ গ্রহণ না করে কৌশলে প্রতারণার আশ্রয় নেন।
এব্যাপারে বাদী বারবার তার প্রাপ্ত অংশ বুঝিয়ে দেয়া ও ক্ষতিপূরণের ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা দাবি করলে আসামি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে নানা ভয়-ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দেয়।
বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট জুলফিকার হায়দার ফয়সাল।