
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় তথ্যমতে জানা যায়, আজ শুক্রবার আনুমানিক সকাল ৯ টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মালবোঝাই এক লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়েমুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটণাস্থলে ৫ বাংলাদেশী নিহত হয়। আহত হয় বাংলাদেশগামী যাত্রী আনিসুল হক সহ অপর বাংলাদেশী।
নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী ও অপরজনের বাড়ি নোয়াখালী জেলায়।
তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক ও নাহিদ।
জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফোল নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।
গুরুতর আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।