চট্টগ্রামে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারকালে দুজনকে আটক এবং প্রায় ৭৫ কেজি গাঁজা জব্দ উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সে তল্লাশি করে এসব গাঁজা জব্দ করা হয়।
আটককৃতারা হলেন- ফটিকছড়ির আবুল কাশেমের ছেলে নাঈম (১৯) ও হাটহাজারীর নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ফেনীর ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের দিকে একটি মাদকের চালান আসার খবর পেয়ে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্স থেকে ৩টি গাঁজার বস্তা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ৭৫ কেজি গাঁজার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা।
যে দুজনকে আটক করা হয়েছে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।