
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাইগারপাস রেলওয়ের কলোনির কুয়ারপাড় এলাকায় ১১ নম্বর বিল্ডিংয়ের সামনে তালাবদ্ধ একটি টিন শেড ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৩৩ থেকে ৩৫ বছর বলে জানায় পুলিশ।
আশেপাশের প্রতিবেশীরা জানায়, কয়েকদিন যাবত তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে আজ সকালে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, সকালে তালাবদ্ধ একটি কক্ষ থেকে আমরা এক যুবকের মরদেহ উদ্ধার করছি। তার মুখ, হাত, পা লুঙ্গি এবং গামছা দিয়ে বাধা ছিল। মরদেহ ফুলে গেছে। ঘরের ভেতরে আমরা রক্তের চিহ্ন পেয়েছি। ধারণা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। তার পরিচয় ও মৃত্যূর কারণ তদন্ত করা হচ্ছে।