চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বন্দর থানার নেভাল একাডেমী ও জেলার হাটহাজারীতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জনতা ব্যাংক লিমিটেডের ড্রাই ডক শাখার প্রিন্সিপাল অফিসার মাহবুবুল আলম ও পথচারী জিন্নাতুন নেসা (৫০)।
স্থানীয় জানা গেছে. সকালে মোটরসাইকেলে করে অফিস যাচ্ছিলেন মাহবুবুল আলম। তিনি নেভাল একাডেমির মোড়ে পৌঁছলে একটি তেলের ট্যাংকার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুবুল আলম বন্দর থানার জনতা ব্যাংক লিমিটেডের ড্রাই ডক শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি সন্দ্বীপের গাছুয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আজ সকালে সড়ক দুর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে মামলা নিবো।
এদিকে সকালের দিকে হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
নিহত জিন্নাতুন নেসা পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শাহজালাল আবাসিক এলাকায়। তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চরহাসান গ্রামে।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, সকালে শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো-১১-১১০১) ধাক্কা দিলে ছিটকে পড়েন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।