
নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় আগুন লেগে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ( ১৪ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারীর নাম হাছিনা বেগম টুনু (৫৫), স্বামী জাকির হোসেন।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ইব্রাহিম নামে এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) অসীম জানান, এক কিলোমিটার এলাকায় বসতঘরে আগুন লেগে এক বৃদ্ধ নারী আগুনে পুড়ে ঝলসে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, দুপুরে এক কিলোমিটার নজরুল কলোনীতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে।