
আগামীকাল ১৪ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন চট্টগ্রাম শহর ডেপুটি কমান্ডার, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সদস্য, রেডক্রস (রেডক্রিসেন্ট) এর সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরী’র ১২ তম মৃত্যুবার্ষিকী।
২০১১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা , চান্দগাও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চান্দগাঁও গোলাম আলী নাজির বাড়ীস্হ মরহুমের কবরে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়া পরিবারের পক্ষ থেকে কবরে খতমে কুরআন ও দোয়া মাহফিলের কর্মসূচি আয়োজন করা হয়েছে।