ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলিবিদ্ধ সাংবাদিক নাতীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন নানী রোকেয়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল এর মৃত্যু খবর শুনে মারা গেছেন তার বৃদ্ধ নানী রোকেয়া বেগম। শুক্রবার বিকালে নাতীর মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই তিনি হার্ট অ্যাটাকে মারা যান বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজুর রহমান মিলন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে শিমুলের ময়না তদন্ত শুরু হয়। এ সময় শিমুলের খালাতো ভাই হারুন উপস্থিত সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে তাদের নানির মৃত্যু সংবাদ জানান। এ সময় হারুন বলেছেন, ‘ভাই শিমুলকে নানীই মানুষ করেছে। পড়া লেখা শিখিয়েছেন।’ নানী রোকেয়া বেগম শাহজাদপুর পৌর এলাকার মাতলা গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী।

পরিবার সুত্রে জানা গেছে,শনিবার সকাল ৯ টায় শাহজাদপুর পৌর এলাকার মাদলা গ্রামের কবরস্থানে এক সঙ্গে নানী ও নাতির জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হবে ।

তার আগে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শিমুলের প্রথম জানাজা নামাজে অনুষ্ঠিত হবে।

নিহত আব্দুল হাকিম শিমুল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহে দায়িত্বরত আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজুর রহমান মিলন।

এদিকে সাংবাদিক শিমুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কালো ব্যাচ ধারণ করে স্থানীয় সাংবাদিকেরা বিক্ষোভে ফেঁটে পড়ে। প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। খুনি পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুহুর্মুহু শ্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ফটকে গিয়ে শেষ হয়। সেখানে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে পৌর মেয়র হালিমুল হক মিরুসহ তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে শনিবার ভোর ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়। অপরদিকে, একই সময় বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা ও সরকারি কলেজ শাখার পক্ষ থেকেও যৌথভাবে হরতালের আহবান জানানো হয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শাহজাদপুরে মাইকিং চলছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print