
সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ বিক্রয় উদ্যোগে মার্কেট চত্বরে ফায়ার ফাইটিং প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বিকাল ৩টায় এই ফায়ার ফাইটিং মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগ্রাবাদ ফায়ার স্টেশনেরসাব ইন্সপেক্টর শামশুল আলম ও তার ফায়ার ফাইটিং টিমের সদস্যবৃন্দ।প্রশিক্ষণে অংশ নেন সিংগাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সালেহ আহমদ, সহ-সভাপতি ও ঈদ বিক্রয় উৎসব কমিটির আহবায়ক আলহাজ ইব্রাহিম ভুইঁয়া, ঈদ বিক্রয় উথসব-২০২৪ কমিটির সদস্য সচিব ও অর্থ-সম্পাদক মীর মুহাম্মদ নাছির উদ্দীন সিকদার,সমিতির যুগ্ম- সাধারন সম্পাদক হানিফ পেয়ারু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী,সহ- অর্থ-সম্পাদক মো জসিম উদদীন,প্রচার-সম্পাদক বাপপী,সমিতির উপদেস্টা মোহাং শাহজাহান, মোহাং ইছহাক মিয়া, ব্যবসায়ী নাজিম উদ্দীন হাসান, আবুল কাসেম, কাউসার আহমদ,সাইফুল ইসলাম,মো বাবুল,মো মিলাদসহ সম্মানিত অনেক দোকান মালিক, ব্যবসায়ি ও দোকানের সহ-যোগিসহ মার্কেট সংশ্লিস্ট অনেকেই উপস্থিত ছিলেন।
ঈদ বিক্রয় উথসব-২০২৪ কমিটির সদস্য সচিব ও অর্থ-সম্পাদক মীর মুহাম্মদ নাছির উদ্দীন সিকদার মহড়া ও প্রশিক্ষনে অংশ নিয়ে সচেতনা ও সৃস্টিশীল কাজে অংশ নেয়ায় সবাই ধন্যবাদ জানান।