
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, বেবি আক্তার (৩৫) ও আজ্ঞাত পুরুষ (৫০)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন দুটি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ টার সময় উপজেলার সুফিয়া রোড় এলাকায় মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় বেবি আক্তার (৩৫) নিহত হন। তিনি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালাবাড়িয়া এলাকার নুর হোসেনের স্ত্রী।
এর আগে সকালে মিঠাছরা বাইপাস থেকে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।