ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে বাঁধা বাজার ব্যবস্থা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাজারে দরকারি পণ্যের দাম কমার কোন লক্ষণ নেই। বরং পাইকারি-খুচরা দুই পর্যায়েই কিছু পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে মুরগির দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। কাঁচামরিচ এখনও ধরা-ছোঁয়ার বাইরে সাধারণ ক্রেতাদের। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণে কথার চেয়ে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপের।

বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহফুজুর রহমান। সাপ্তাহিক কেনাকাটা করতে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসেছেন কারওয়ান বাজার। কাঁচা বাজার শেষে বাজার পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, দোষের ওপর দোষ। আগে যে সরকার ছিল সে জামায়াত-বিএনপির দোষ দিতো। এখন যে সরকার এসেছে সেও আওয়ামী লীগের দোষ দিচ্ছে। কোনো পরিবর্তন আসেনি। শুধু লোক পরিবর্তন হয়েছে। বাজারে তদারকি নেই, কার্যক্রম নেই। যা যার ইচ্ছামত দাম রাখছে।

দরকারি পণ্যের লাগামছাড়া দশায় যে অস্বস্তি ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে। পতনের পরেও একই হাল। ক্রেতাদের অভিযোগ, এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে অষ্টেপৃষ্ঠে বাঁধা বাজার ব্যবস্থা।

বাজার করতে আসা ক্রেতারা জানান, বাজারে সব কিছুর দাম বেশি। শুধু মানুষের কোনো দাম নেই। ২ থেকে ৩ ধরণের তরকারি কিনলেই ৫শ’ টাকা শেষ। তরকারিতেই যদি এমন টাকা যায় তাহলে মাসে এর পেছনেই খরচ ১৫ হাজার টাকা। বাসা ভাড়া, সন্তানদের লেখাপড়া কিভাবে চলবে। সিস্টেম একই আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে।

বাজারে প্রায় সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও ন্যূনতম ৬০ টাকার কমে মিলছে না কোন সবজি। এটি কারওয়ান বাজারের দাম, বলা বাহুল্য এলাকাভিত্তিক বাজারে এই দাম আরও বেশি।

বিক্রেতারা জানান, পেঁপের দাম সবচেয়ে কম, ৪০ টাকা কেজি। আর সব কিছুর দাম বেশি। অন্য সব সবজির দাম ৭০/৮০ টাকার মত। এদিকে দু সপ্তাহের ব্যবধানে বেশ অনেকটা বেড়েছে খোলা তেলের দাম, বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। যদিও অপরিবর্তিত আছে বোতলজাত তেলের দাম।

তেল বিক্রেতা জানান, পাম তেলের দাম ৬ থেকে ৭ হাজার টাকা বেশি। আর বোতলজাত তেলের দাম ১০ টাকা করে বৃদ্ধির কথা তবে এখনও বাড়েনি।

শুধু চাল-ডাল-সবজিই নয়, বেড়েছে মুরগির দামও। ২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহেও ছিল ১৯০। এছাড়া কেজি ৩০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print