
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা ক্যান্টিন গেইট এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম বাবুল (৪৫)।তিনি চকবাজার থানার দেবপাহাড় ছয় নম্বর গলিতে পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি ছিলেন রিকশা চালক। পুলিশ ধারনা করছে অটো রিকশা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। তবে খুনের ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও খুনিদের শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, নিহত বাবুল ৩ মাস আগে একটি অটো রিকশা ক্রয় করছিলেন। শনিবার রাতে তিনি রিকশা নিয়ে বের হয়েছিলেন তারপর আর বাসায় ফেরেননি। ভোর রাতে কে বা কারা তাকে খুন করে ক্যান্টিন গেইট এলাকায় ফেলে যায়। এসময় তার মুখে হাত গলার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। চোখ এবং মুখ টেপ মোড়ানো ছিল। রবিবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করে।
এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই বেলাল খান পাঠক ডট নিউজকে বলেন, নিহতের পরিবার এখনো কোন মামলা দায়ের করেনি। প্রাথমিকভাবে ধারণা করছি অটো রিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হতে পারে। এঘটনা অপরাধীরা এখনো শনাক্ত হয়নি। তদন্ত কাজ চলমান রয়েছে।