ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশকে গড়ে তুলতে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেইঃ ডিএমপি কমিশনার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, ক্লাসে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো. সাজ্জাত আলী।

অভিভাবকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা শিশুদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় তারা ছোট ছোট ভুল করতে করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া শিশুরা কাদের সঙ্গে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাশের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হতে হবে। সেই সঙ্গে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।’

সাজ্জাত আলী বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহিদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নাই।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর প্রধান অতিথি ডিএমপি কমিশনার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিণী রাহেনা সুলতানা। এতে সভাপতিত্ব করেন রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ সেহেলী নাজনীন।

এরপর চকলেট দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো, ৫০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় ইত্যাদি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীরা বিশেষ অতিথি রাহেনা সুলতানার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ শেষে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print