চট্টগ্রামের বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বোয়ালখালী স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান রিংকুকে (৪১) ও কর্ণফুলী উপজেলার যুবলীগ নেতা মো: শহিদুল ইসলাম (৩২)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়,আসাদুজ্জামান রিংকু চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কধুরখীল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও শহিদুল ইসলাম শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠকনিক সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, নাশকতার অভিযোগে আসাদুজ্জামান রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।