
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি থেকে পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেেএ দুর্ঘটনা ঘটেছে। নিহত মেহেদী হাসান সীতাকুণ্ড সাদেক মস্তান স্কুলের দশম শ্রেনির ছাত্র ছিলো।
স্থানীয় সুত্রে জানাগেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি পিকাআপ থেকে চলন্ত অবস্হায় নামতে গিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত মেহেদী হাসান স্থানীয় পেশকার পাড়ার জাহেদ হাসানের পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার এস আই মফিজুর রহমান দূর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।