
চট্টগ্রাম সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ নেতা-কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বির্তকিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে কলেজ ক্যম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. ইমন (২০), মো. সোহেল (২৫), মো. মনির (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, কলেজের ছাত্রদের দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে ছাত্রলীগের কয়েকজন আহত হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, চট্টগ্রাম কলেজে সংঘর্ষে আহত অবস্থায় তিনজনকে চমেকে আনা হয়েছে। আহতরা সবাই চিকিৎসাধীন আছে।