চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপির সমর্থিত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন। সারওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ আনেন নুরুল আমিন।যা আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী ও মনোনয়ন বাতিলযোগ্য।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) বরাবর দায়েরকৃত আপিলে তার আর্থিক দায় ও ঋণসংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে উল্লেখ করা হয়।
আপিলে অভিযোগ করা হয়, সরোয়ার আলমগীর তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নিজের আর্থিক দায়, বিশেষ করে ব্যাংকঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। নির্বাচন আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থী ঋণ খেলাপি হলে অথবা হলফনামায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে তার মনোনয়ন বাতিলযোগ্য বলে উল্লেখ রয়েছে।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন অভিযোগ করেন, সরোয়ার আলমগীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বকেয়া ঋণ থাকার তথ্য রয়েছে, যা ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে। এ ধরনের তথ্য গোপন নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল এবং এতে ভোটারদের বিভ্রান্ত করা হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে হলে আইনের ব্যত্যয় ঘটানো কোনো প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় না। নির্বাচন কমিশনের উচিত, অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
