শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে ৮ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে খালে ঝাপ দিয়েছে জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক গৃহবধু। এ সময় জান্নাতুল বেঁচে গেলেও মারা যায় কন্যা সন্তান রাইছার ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে। নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে।
এ ঘটনার জন্য মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করে আহত জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার বলেন, তার শ্বাশুড়ির অত্যাচারে তার মজান্নাতুল ফেরদৌস মেয়েকে নিয়ে খালে ঝাপ দেয়।
উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দুুপর ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠালে সেখানে মেয়েটিকে চিকিৎসক মৃত ঘোষনা করে। আহত মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
