t ডিবি পরিচয়ে ধরে নেয়ার ৭ মাস পর ছাড়া ফেলেন সাকা পুত্র হুম্মাম কাদের – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিবি পরিচয়ে ধরে নেয়ার ৭ মাস পর ছাড়া ফেলেন সাকা পুত্র হুম্মাম কাদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হুম্মাম কাদের। অপহরণের আগে এবং পরের ছবি।

ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার ৭ মাসের মাথায় আবশেষে বাসায় ফিরেছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। (২ মার্চ) বৃহস্পতিবার ভোররাত ৩টায় তাদের ধানমন্ডির বাসার কাছে রেখে গেছে ‘অজ্ঞাত বাহিনী’।

সন্ধ্যায় পাঠক ডট নিউজ থেকে ঢাকাস্থ বাসায় ফোন করা হলে হুম্মাম কাদের চৌধুরীর ফিরে আসার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপরাগতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

গত শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন প্রকাশের মাত্র ৫দিনের মাথায় সাত মাস ধরে নিখোঁজ থাকা হুম্মাম কাদের ফিরে এলেন।

কিন্তু ফিরে আসা হুম্মামের সাথে আগের হুম্মামের কোনোই মিল নেই! আগের সুঠাম দেহি এই যুবক এখন অনেকটা জীর্ণশীর্ণ হয়ে ফিরে এসেছেন। এতে ধারণা করা হচ্ছে, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গেছে তার বিগত ৭ মাস।

হুম্মাম কাদের (ফাইল ছবি)।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেমের গুমের পেছনে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাছে রয়েছেন। এই অভিযোগ করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।

ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান বলেন তিনি মনে করছেন এই তিনজনকে অপহরণ ও গুমের পেছনে ডিজিএফআইয়ের হাত রয়েছে এবং তারা বর্তমানে এই সংস্থাটির হাতেই বন্দী আছেন।

তিনি আরো বলেন, এই তিনটি গুমের ঘটনা একটির সাথে আরেকটির খুবই মিল রয়েছে। এবং সরকার তাদের বিষয়ে কিছু বলতেও চায় না।

আজ সকাল থেকেই সামাজিক মাধ্যমের কল্যাণে হুম্মাম কাদের চৌধুরীর বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ছবিতে ( উপরে যুক্ত ) দেখা যায় হুম্মাম বেশ শুকিয়ে গেছেন।

গত বছরের ৪ আগষ্ট ঢাকার আদালত পাড়া থেকে হুমাম কাদেরকে কে বা কারা তুলে নিয়ে যায়। সে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। একটি মামলায় হাজিরা দিতে তিনি তার মাকে নিয়ে আদালতে গিয়েছিলেন। আদালতের সামনের রাস্তা দিয়ে তাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। তখন তার আইনজীবী অভিযোগ করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিতে পারে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print