বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদেরকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যের শুরুতে তারেক রহমান গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারীদের স্মরণ করে বলেন, অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন। তাদের এই ত্যাগের মর্যাদা দিতে হলে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপিই সেই পথ দেখাবে এবং জনগণের স্বপ্ন পূরণে কাজ করবে। উন্নয়নের নতুন অঙ্গীকার ব্যক্ত করে তিনি স্লোগান দেন— ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেন ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পরে। সবাইকে সজাগ থাকতে হবে। ভোটের দিন সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রের সামনে চলে যেতে হবে এবং কেন্দ্রের সামনেই জামাতে ফজরের নামাজ পড়বেন। এরপরই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যেতে হবে।
ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ২০১৫ সালের মতো আবারও মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তাই নিজেদের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকার রক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।
জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করলে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো অভিযোগ থাকলে সরাসরি তাদের জানানো যাবে। প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এই মানুষগুলোই আপনাদের নিরাপদ জীবন নিশ্চিত করবে। পরিশেষে, বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধ্বনি দিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।
