চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. গিয়াসউদ্দিন তালুকদার বলেছেন, আমাদের দেশের সকল শ্রেনীর মানুষদের মাঝে যাকাত সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকার কারনে ও যাকাতের সুষম বন্টনের অভাবে যাকাত সংক্রান্ত শরীয়াহ ভিত্তিক উপকারীতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দেশে ধনীরা যেভাবে যাকাত আদায় করেন সেভাবে ১০০ বছর যাকাত দিলেও দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবেনা। আমাদের সরকার ও ধনী সমাজ দারিদ্র্য বিমোচনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও গরীব মানুষদের ভাগ্যের পরিবর্তন হচ্ছেনা।আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করতে পারি ও রাসূল (সা:) এর বিধান মোতাবিক যাকাত বন্টন করতে পারি তাহলে দ্রুত সময়ের মধ্যে দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবে। বর্তমানে আমাদের সমাজে সুদভিত্তিক অর্থনীতি চালু রয়েছে।যার কারনে ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা হচ্ছে আরও নির্যাতিত। এই অবস্থার পবিবর্তন করতে হলে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালুর কোন বিকল্প নেই ।
আজ বৃহস্পতিবার ( ২২ জানুয়ারী’২৬) চট্টগ্রামের টেরি বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম) আয়োজিত ‘যাকাত আদায়ের নিয়ম কানুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সিরিয়র ম্যানেজার মো: হোসাইন সোহেল এর সঞ্চালনায় এতে আলোচনা পেশ করেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর সিরিয়র পেশ ইমাম মাওলানা মো: আনোয়ারুল হক আযহারী,ইনস্টিটিউট অফ ইসলামীক সোস্যাল ফাইন্যান্স এর কনসালটেন্ট শায়েখ তারেক মাহমুদ আযহারী। এতে সভাপত্বি করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।
অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (পিএসসি,জি.অব.) মো: জাকারিয়া হোসেন বলেন, যাকাতকে আল্লাহ বিত্তবানদের উপর ফরজ করে দিয়েছেন। যা অভাবগ্রস্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হবে। যাকাত প্রদানের মাধ্যমে মালের পরিশুদ্ধি ঘটে। মূলত সম্পদ যাতে বিশেষ শ্রেণির হাতে পুঞ্জীভূত ও কুক্ষিগত না হয় সেজন্যই আল্লাহ রাববুল আলামীন বিত্তবানদের যাকাত ফরজ করে দিয়েছেন। যাকাত আদায়ের দায়িত্ব রাষ্ট্রের এবং তা হকদারদের মধ্যে পৌঁছানোর দায়িত্বও হলো রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশের সরকার সে দায়িত্ব পালন করে না। আসলে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকার কারণেই অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। তাই এ বৈষম্য দূর করতে হলে ইসলামী আদর্শের ভিত্তিতে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে সমাজের হতদরিদ্র মানুষদের মাঝে সুষমভাবে যাকাতের অর্থ বন্টন করে সমাজ থেকে দারিদ্রতা দূর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার আপনার একজনের যাকাতের দিয়ে এককভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব নয়।তাই আমরা সম্মিলিতভাবে যাকাত কালেকশান করে শরীয়াত সম্মত উপায়ে বিতরণের ব্যবস্থা করে থাকি। যাতে এক ব্যক্তি বা একটি পরিবার দ্বিতীয়বার যাকাত গ্রহণ করতে না হয়।
