
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেছেন, পহেলা বৈশাখে বিকেল পাঁচটার পর অনুষ্ঠান করা যাবে না এবং আপত্তিকর ও ভীতিকর মুখোশ পরাও যাবেনা। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রার করা যাবে না এমন কোন নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। তবে আপত্তিকর কোনো মুখোশ পরে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। কিছু মুখোশ তো এমন যা কারো মুখে পরা দেখলে যে কেউ ভয় পেয়ে হার্ট অ্যাটাক করতে পারে।’ ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমাদের কাছে নির্দেশনা এসেছে। বিকেল পাঁচটার পর কোনো অনুষ্ঠান করা যাবে না।
রবিবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের এ শীর্ষকর্তা এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা আরো বলেন, দেশে আইএস বলতে কিছু নেই, যা আছে তার সবাই হোমমেড জঙ্গি ।
চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার বলেন, ‘জঙ্গিরা মূলত নিম্মশ্রেণির ছেলে-মেয়েদের এবং ইংলিশ মিডিয়ামে পড়া উচ্চবিত্তের সন্তানদের টার্গেট করে। পাশাপাশি যেসব মেয়েদের বাল্যবিয়ে হয়ে গেছে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে। জঙ্গি নিরসনে প্রত্যেক উপজেলা-ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ও সভা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সরকারি নিষেধাজ্ঞা মেনে জেলা ও উপজেলা পর্যায়ে বিকেল পাঁচটার মধ্যেই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে উপস্থিত জনপ্রতিনিধিসহ সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।