ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে অবশেষে ৩ মহিলা চিকিৎসক নিয়োগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারে ছাত্রী যৌন নিপীড়নের ঘটনার পর অবশেষে স্থায়ীভাবে তিন মহিলা চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি একজন পুরুষ চিকিৎসকও নিয়োগ দেয়া হয়েছে। এতে করে মহিলা চিকিৎকের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। এর ফলে এখন থেকে ছাত্রীরা ২৪ ঘণ্টাই মহিলা চিকিৎসকের সেবা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ৫০৮তম সিন্ডিকেট সভায় এ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন- ডা. নিগার সুলতানা, ডা. সাঈদা আক্তার শাহানা, ডা. ফারহানা ইয়াসমিন ও ডা. শান্তনু মহাজন।

এ নিয়োগের ফলে ছাত্রীদের জন্য মহিলা চিকিৎসক নিয়োগের যে দাবি ছিল তা অবশেষে পূরণ হলো। গত ১২ মার্চ চবি মেডিকেল সেন্টারে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মহিলা চিকিৎসক নিয়োগের দাবি জানিয়ে উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপিও প্রদান করে।

নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী মুনতাহা মুহি বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে যাতে চিকিৎসকরা ভালো আচরণ করে সেটিও যাতে নিশ্চিত হয়।

নিয়োগের বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.কামরুল হুদা বলেন, যেহেতু মেডিকেলে একটি ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা মহিলা চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছিল। তাই তাদের দাবিটি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তিনজন মহিলা চিকিৎসক নিয়োগ দেয়া হলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু এখন ছয়জন মহিলা চিকিৎসক। তাই ২৪ ঘণ্টাই ছাত্রীরা মহিলা চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শারীরিক অসুস্থতা বোধ করায় বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে যায় এক ছাত্রী। এসময় কর্তব্যরত চিকিৎসক মোস্তফা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার ওপর যৌন নিপীড়ন করে বলে অভিযোগ করেন ছাত্রীটি। পরবর্তীতে ওই চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। সুত্রঃ জাগো নিউজ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print