
চট্টগ্রামে গার্মেন্টসগামী কর্মজীবি এক কিশোরীকে উত্যক্ত করার সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে আজিজুর রহমান শামীম (২৬) নামে এক বখাটে যুবক। এসময় ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের করাদণ্ড দিয়েছেন।
আজ বুধবার সকালে নগরীর বায়োজিদ বোস্তামী থানার বেলতলা আমিন কলোনীতে এ ঘটনা ঘটেছে।
বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন এ খবর নিশ্চিত করে পাঠক ডট নিউজকে জানান, স্থানীয় একটি গার্মেন্টস এ চাকুরীজীবি কিশোরী কর্মস্থলের যাওয়ার পথে এলাকার বখাটে যুবক প্রতিদিন তার পথরোধ করে নানাভাবে ইভটিজিং করতো।
এমন অভিযোগ পেয়ে বায়োজিদ থানা পুলিশ আজ পূর্ব থেকে ঐ স্থানে উৎপেতে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে মেয়েটি কর্মস্থলে যাওয়ার সময় বখাটে আজিজুর রহমান তার পথরোধ করে বিভিন্ন ভাবে উত্যক্ত করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এবং তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে আজিজুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডিত আসামী আজিজুর রহমান একই এলাকার আব্দুর রউফের পুত্র বলে জানায় পুলিশ।
পরে তাকে সরাসরি চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়।