ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চবির ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিস্কৃত ছাত্রলীগ নেতাকে পরিক্ষা অংশ গ্রহণ করতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় এক পুলিশসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একজনকে আটক করেছে পুলিশ।

আব্দুল্লাহ আল কায়সার শাকিল নামে এ ছাত্রলীগ কর্মী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র বলে জানাগেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘটনার সুত্রপাত ঘটে। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে দেয় এবং শাটল ট্রেনের হোস্পার পাইপ কেটে দেয়।
এর পর বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান জানান, বহিস্কৃত এক ছাত্রের পরিক্ষায় অংশ গ্রহণকে কেন্দ্র করে তার অনুসারীরা গেইটে তালা দিলে পুলিশ তারা খুলে দেয়। এতে তারা বাধা দিলে পুলিশের উপর হামলা করে। পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে।

জানা যায়, ২০১৬ সালে চবি ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাহিনের ওপর হামলার ঘটনায় ঘটনায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কায়সার শাকিলকে দুই বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। আজ বৃহস্পতিবার ছিল তার চতুর্থ বর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষা। কায়সার পরীক্ষা দিতে বিভাগে গেলে বহিষ্কৃত হওয়ায় তাকে অংশগ্রহণ করতে দেয়নি পরীক্ষা কমিটির সদস্যরা।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষা হলের সামনে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের লাঠি পেটা করে তাড়িয়ে দেয়। পরে তারা মেইল গেইটে গিয়ে তালা লাগিয়ে দেয়। এসময় পুলিশকে লক্ষা করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ কর্মীরা।

এ ব্যাপারে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কোন বহিস্কৃত ছাত্রের পরিক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই। কায়সার যেহেতু বহিস্কার তারও পরিক্ষা নেয়ার সুযোগ নেই। এনিয়ে তার পক্ষে কয়েকজন ছেলে এসে ঝামেলা করার চেষ্টা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উত্তেজন বিরাজ করছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print