ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বরিশাল কলোনীতে পুলিশের ব্লক রেইড, ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বরিশাল কলোনী থেকে উদ্ধার করা ১১ বস্তা ফেন্সিডিল।

চট্টগ্রাম মহানগরীর মাদকের আখড়া হিসেবে পরিচিত সরদঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী বরিশাল কলোনীতে ৪ ঘন্টা ব্যাপী “ব্লক রেইড” অভিযান চালিয়েছে শতাধিক পুলিশের একটি দল। এসময় পুরো কলোনী ঘেরাও করে বিভিন্ন বস্তি থেকে ২ হাজার ৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 আজ বুধবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এঅভিযান চালানো।

পুলিশ জানায়, ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে ব্লক রেইড শুরু করে নগর পুলিশ ৪ টি গর্ত থেকে ১১ বস্তায় ২৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এসব গর্ত থেকে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, বুধবার ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম চারটি গর্ত থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

১১ বস্তায় ২৩০৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরআগেও বিভিন্ন সময়ে ওই কলোনিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়েছে, তবে হোতারা ধরা না পড়ায় মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করা যায়নি।

.

সিএমপির সরদঘাট থানার ওসি মর্জিনা আকতার বলেন, ভোরে বরিশাল কলোনী ঘেরাও করে মাদক বিরোধী অভিযান (ব্লক রেইড) চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এতে করে কাউকে আটক করা যায়নি। 

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীরের তত্ত্বাবধানে, দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম মোস্তাইন হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই ব্লক-রেইডে দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ মোঃ আব্দুর রউফ, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম, সদরঘাট থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেদুল কবিরসহ সিএমপি’র শতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print