
সদ্য ঘোষিত এবারের এসএসসি পরিক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা্বোর্ডে পাশের হার ও জিপিএ-৫, দুটিই কমেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঘোষিত এসএসসির ফলাফলে দেখা গেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাশ করেছে ৮৩ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী। অথচ গতবছর এই হার ছিল ৯০ দশমিক ৪৪ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন, যা গতবারের চেয়ে ১৫৮ জন কম। গতবার এ সংখ্যা ছিল ৮ হাজার ৫০২।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল ঘোষণাকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান।

ঘোষিত এসএসসির ফলাফলে এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন, যা গতবারের চেয়ে ১৫৮ জন কম। গতবার এ সংখ্যা ছিল ৮ হাজার ৫০২।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান। তিনি জানান, এবার পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৮ হাজার ২৯ জন। তাদের মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ০৭ শতাংশ, মানবিকে ৭৩ দশমিক ৩৬ ও ব্যবসায় শিক্ষায় ৮৬ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এবার তিন পার্বত্য জেলা এবং মানবিক বিভাগে শিক্ষার্থীরা গত বারের মত ভালো ফল করতে পারেনি বলে মাহবুব হাসান জানান। গণিতে ও ইংরেজিতে ফলাফল খারাপ হওয়াতেই এবারের পাশের হার কমেছে প্রায় ৭ শতাংশ ।
গনিতের প্রশ্ন পত্রে পরিবর্তন ও গনিত ও ইংরেজী বিষয়ে দক্ষ শিক্ষক না থাকায় ফলাফল কিছুটা খারাপ হয়েছে । ভালো করার কথা জানিয়ে তিনি বলেন, গতবার এএসসিতে গণিতে পাশের হার ছিল ৯৭ শতাংশ, এবার এ বিষয়ে ৯৬ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে বলে জানান তিনি। ইংরেজীতে গতবারের মতই ছিল এবারের পাশের হার।
সংবাদ সম্মেলনে বোর্ড সচিব প্রফেসর মো: আব্দুল মমিন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কলেজিয়েট স্কুল থেকে ৪২৪ জন। এবার চট্টগ্রাম মহানগরে পাশ করেছে ৯২ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী। জেলায় এ হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ। কক্সবাজার জেলায় পাশের হার ৮৫ দশমিক ৯২, রাঙামাটিতে ৬৩ শতাংশ, খাগড়াছড়িতে ৬২ দশমিক ৬৩ শতাংশ এবং বান্দরবানে ৭৯ দশমিক ৬০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৬ যা গতবার ছিল ৮৮।