ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুটো বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জব্দকরা দুটি গাড়ি।

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আমদানী করা দুটি বিলাস বহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার রাতে মহানগরীর মুরাদপুস্থ “কার কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টা “ নামের একটি গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে  শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে মুরাদপুরের ঐ কার সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযানে উক্ত গ্যারেজে একটি মার্সিডিজ জিপ এবং একটি মার্সিডিজ কার পাওয়া যায়।

আটককালে দেখা যায় মার্সিডিজ জিপের রেজিস্ট্রেশন নং: চট্ট মেট্রো -ঘ-১৪-১৭৫৩, চেসিস নং: WDC1631572A474769, Engine no: 11297031612090 Color: Black, CC-3724, Manufacturing year:2002।

অন্যদিকে মার্সিডিজ কারটির রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ভ-১৪-০২২১, চেসিস নং: WDB2110652A283943, Engine no: 11294931539247, Color: Silver, CC-3199, Manufacturing year: 2002।

গাড়ি দুটোর রেজিস্ট্রেশন নম্বর ভূয়া মর্মে বিআরটিএ হতে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

মার্সিডিজ জিপটির মালিক জনৈক বিশ্বজিৎ এবং কারের মালিক জনৈক যুবরাজ নামের দুজন ব্যক্তি। তারা সার্ভিসিং এর জন্য উক্ত গ্যারেজে দিয়ে যান মর্মে গ্যারেজটির মালিক জনাব মো: জামশেদ শুল্ক গোয়েন্দাকে অবহিত করেন।

অনুসন্ধানে জানা যায় কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে গাড়ি দুটো ফেরত নিয়ে যাওয়ার শর্তে শুল্কমুক্তভাবে আমদানি করেন। পরবর্তীতে তারা আর গাড়ি দুটো ফেরত নিয়ে যাননি। ফলে গাড়ি দুটোর ওপর প্রযোজ্য শুল্ক কর হতে সরকার বঞ্চিত হয়।

ধারণা করা হচ্ছে শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক অভিযানের ফলে গাড়ির মালিকরা সার্ভিসিং এর নাম করে গ্যারেজে ফেলে গেছেন।

জব্দকরা গাড়ি দুটোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানাগেছে।

প্রয়োজনীয় অনুসন্ধানশেষে আজ বৃহস্পতিবার গাড়ি দুটো জব্দ দেখানো হয়। আটক গাড়ি চট্টগ্রাম শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট