ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডাকাত ধরতে সহযোগিতা করায় সীতাকুণ্ডে যুবলীগ কর্মীর উপর হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের গজারিয়া দিঘী এলাকায় সন্ত্রাসীদলের হামলায় সুমন জলদাস (২৬) নামের  স্থানীয় এক যুবলীগ আহত হয়েছেন। পুলিশকে ডাকাতির তথ্য দেয়ার অভিযোগে বুধবার (১০মে) সন্ধ্যায় সন্ত্রাসীরা সুমনের উপর হামলা চালায়। গুরুতর আহতবস্হায় সুমন জলদাসকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময়  আহত সুমন হামলাকারীদের নাম শহিদ, টিটু, শাহাজান, নয়ন, রাজু, কামরুল, মোশারফ, লিটন, বুরুন ও নুনা বলে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে জানতে চাইলে রাতে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন জলদাসের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ যে, গত শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ আবু নাছের মো. তোহা তার পরিবার নিয়ে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে আসেন। তারা পার্কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় একটি বাঁকে লুকিয়ে থাকা ডাকাতদল সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সব কিছু লুটে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার রাতেই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, ইকোপার্কে কর্নেল আবু নাছের মো. তোহা সাহেবের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির পর মোট ৬ আসামিকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে সীতাকুণ্ড পৌরসভার পূর্ব মহাদেবপুর গ্রামের নুর হোসেনের পুত্র দুর্ধর্ষ ডাকাত নুর উদ্দিনকে শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি দা ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে।

গ্রেফতারের পরদিন রবিবার সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া নুর উদ্দিন এ ঘটনায় জড়িত আরো ৭ ডাকাতের নাম প্রকাশ করে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এসব ডাকাত দলের সদস্যদের ধরতে পুলিশকে তথ্য দেয়ার কারণে সুমন জলদাসের উপর হামলা চালায় বলে পুলিশ জানায়।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print