ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিশ্ব মা দিবসে ৫ মহীয়সী মা-কে সম্মাননা দেবে শিশুমেলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

১৪ মে বিশ্ব মা দিবস। এ দিনে মাকে সম্মান জানাতে ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলা মাতৃ সম্মাননা প্রদান কমিটি-২০১৭ গঠন করেছে। মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রেখে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে ৫জন মহীয়সী মাকে এ সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রাপ্তরা হলেন, শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফী (মুক্তিযুদ্ধ), বীর মাতা রমা চৌধুরী (মুক্তিযুদ্ধ), শহীদ জায়া মনি ইমাম (সংস্কৃতি), অধ্যাপক ফেরদৌস আরা আলীম(সাহিত্য), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার(শিক্ষা)।

চট্টগ্রামে প্রথম বারের মতো আগামীকাল ১৪ মে রবিবার বিকেল ৪টায় নগরীর ডিসি হিল (নজরুল স্কয়ার) এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মাতৃ সম্মাননা প্রদান কমিটি’র চেয়ারম্যান কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আয়াজক সংগঠন শিশুমেলা’র চেয়ারম্যান অধ্যাপক রীতা দত্ত।

এ উপলক্ষে রবিবার বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় দেওয়া হবে মাতৃ সম্মাননা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত বাউল শিল্পী পাগলা বাবলুসহ খ্যাতিমান তারকা শিল্পীরা। এছাড়াও থাকছে যন্ত্রসংগীত, একক সংগীত ও দলীয় পরিবেশনা।

মাতৃ সম্মাননা প্রদানের জন্য গঠিত ‘মাতৃ সম্মাননা প্রদান কমিটি’র চেয়ারম্যান বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি মিসেস কামরুন মালেক, ভাইস চেয়ারম্যান ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আহ্বায়ক সংস্কৃতিসেবী রত্মাকর দাশ টুনু, সদস্য সচিব শিশু সংগঠক রুবেল দাশ প্রিন্স ও সমন্বয়ক সমাজসেবী মো. এনামুল হক এনাম।

 

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print