ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে পাগল যুবককে ৬ মাসের কারাদন্ড!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে রবিউল করিম (২৭) নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্যট আফিয়া আখতার। সাজাপ্রাপ্ত রবিউল করিম পৌর সদরের পূর্ব গোমদন্ডী দরপ পাড়া আসাদ আলী ফকির বাড়ীর মো. সৈয়দ আকবরের ছেলে। সে মানষিক ভারসাম্যহীন বলে তার পরিবার জানায়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার বলেন, ‘সে আমার সামনেই নেশা করে ঝামেলা করছিল। তাই তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের সামনে রবিউল তার বাবা মো. সৈয়দের সাথে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে নিয়ে যান। এরপর ৬ মাসের কারাদন্ড দেয় আদালত।

বর্তমানে বোয়ালখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ১৯ মে কারাগারে প্রেরণ করা হবে তাকে।

খোঁজ নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে রবিউল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে নেশাগ্রস্থ নয় বলে জানায় স্থানীয়রা।

এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, রবিউল অত্যন্ত ভালো ছেলে। অভাব অনটনের কারণে সে গত কয়েক মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এছাড়া এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায় বলে জানান তিনি। তিনি আরো বলেন, রবিউলের ঠিক মতো চিকিৎসা করালে হয়তো সে ভালো হয়ে যেতো।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print