ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতদিন পর জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় সাতদিন কারাবাসের পর জামিন লাভ করেছেন নারায়ণগঞ্জের বন্দরের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন তাকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে এসময় শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদার উপস্থিত ছিলেন।

শ্যামল কান্তি ভক্তের পক্ষের আইনজীবী শাখাওয়াৎ হোসেন জানান, আজ মামলাটির শুনানির ধার্য্য দিন ছিল। তিনিসহ আরো বেশ কয়েকজন আইনজীবি আদালতের কাছে মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হিসেবে তুলে ধরে জামিনের আবদেন করেছেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পাশাপাশি মামলাটি পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবী করেন শ্যামল কান্তির স্ত্রী সবিতা হালদার। মামলাটি দ্রুত খারিজ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে জোর দাবী জানিয়েছেন, যাতে এই বিষয়ে তাদেরকে আর হয়রানি হতে না হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইংরেজী শিক্ষক মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেওয়ার জন্য তার কাছ থেকে দুই দফায় ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন অভিযোগ করে গত বছর ২৭ জুলাই তিনি আদালতে মামলা দায়ের করেন।

পরে আদালত বন্দর থানা পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে চলতি মাসের ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক(তদন্ত) হারুন অর রশিদ শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির চারটি ধারায় (১৬১/৪১৭/৪০৬/৪২০) অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২৪ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন শ্যামল কান্তি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবদেন করেন। তবে আদালত তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print