t আ’লীগ ক্ষমতা হারালে ৫ লাখ নেতাকর্মী মারা যাবে-মোসলেম উদ্দিন – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আ’লীগ ক্ষমতা হারালে ৫ লাখ নেতাকর্মী মারা যাবে-মোসলেম উদ্দিন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেছেন, যদি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারায় তাহলে  ওই রাতেই অন্তত ৫ লাখ নেতাকর্মীর লাশ পড়বে। তিনি বলেন বড় বড় নেতারা, যাদের পাসপোর্ট-ভিসা আছে, টাকা আছে তারা হয়তো বিদেশে পালিয়ে যেতে পারবে। বাকি নেতাকর্মীদের লাশ হতে হবে।

তিনি আজ শনিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে কর্ণফুলী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন সংক্রান্ত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আশংকার কথা ব্যক্ত করেন।

সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ না হলে আওয়ামী লীগকে পুণরায় ক্ষমতায় আনা যাবে না। তাই এখন থেকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ক্ষমতাসীন দলের এ নেতা আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রাস্তাঘাটে বেশী বেশী  সালাম পাওয়া যায়। শান্তিতে রাতে বাড়িতে ঘুমানো যায়। রাজনীতি করা যায়। পুলিশও কোন রকম ঝামেলা করে না।’ তাই সব ধরণের মতভেদ ভুলে কর্ণফুলী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তিনি অনুরোধ জানান।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করে উপজেলা সাধারণ সম্পাদক হায়দার আলীর রনি।

সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।

আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন- শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসমত আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন কর্ণফুলী মহিলা আওয়ামী লীগ সভাপতি মোমেনা আকতার নয়ন, সাধারণ সম্পাদক বানাজা বেগম।

উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর কর্ণফুলিতে এটি প্রথম ভোট। নির্বাচন কমিশন সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ জুলাই পর্যন্ত। ২৬ জুলাই বাছাই হবে, ২ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print