
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি (৫০) নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার সময় উপজেলার শীতলপুরের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এস আই দেলোয়ার হোসেন েএ খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় মধ্য বয়সী এক ব্যক্তিকে দ্রুতগতির একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষনা করেন।
হাইওয়ে থানার এস আই দেলোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মোটর সাইকেলটি আটক আছে। কাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।