
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র শিবির কর্মী আখ্যা দিয়ে খোকন মিয়া নামে এক দলীয় কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। খোকন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খোকন মিয়াকে সন্ধ্যার দিকে শিবির আখ্যা দিয়ে মারধর করেন মির্জা খবির, অনিক আহমেদ সাব্বির, নাহিদ আলমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। তারা সবাই চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি এনামুল হক আরাফাতের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, খোকন নামে এক শিক্ষার্থীকে কয়েকজন ছাত্রলীগ কর্মী মারধর করেছে। ওই শিক্ষার্থী নিজেকে সুজনের অনুসারী ছাত্রলীগ কর্মী দাবি করেছে। আবাসিক হলের সিট নিয়ে ঝামেলার কারণে তাকে মারধর করা হয়েছে বলে খোকন জানায়।