ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে কন্টেইনারের নীচে চাপা পড়েছে সিএনজি অটোরিকশা, নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এই কন্টেইনারের নীচে চাপা পড়ে সিএনজি অটো রিকশা।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকায় একটি চলন্ত সিএনজির উপর কন্টেইনারবাহী লরি থেকে কন্টেইনার পড়ে চালকসহ ৩ ব্যাক্তি নিহত হয়েছে। ২ জনকে আহতবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

কন্টেইনার চাপা পড়া সিএনজির ভীতরে একযাত্রীর পা দেখা যাচ্ছে।

নিহতরা হলেন, ঢাকার আব্দুল্লাহপুর (উত্তরা) বাসিন্দা নূর মোহাম্মদ এর ছেলে মো. মোশাররফ হোসেন মুছা (৪৫), মালিবাগ চৌধুরীপাড়া পল্টন এলাকার বাসিন্দা মৃত আব্দুল মাজেদের ছেলে ওয়াজেদ আলী (৬০) এবং সিএনজি অটোরিকশা চালক জসিম সিকদার (৩৬)। তার পিতার নাম আবু সিকদার। বাড়ী মাদারতৈলী, পাথরঘাটা, বরগুনা।

অাহত ২ জন হলেন-মো. সুজন (৩১), মো, সাইদুল হক (২৬)। বন্দর থানার এসআই আলতাফ হোসেন আহত নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেন।

ছবি: আল আমিন সিকদার।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মঈনুল হাসান বলেন, একটি সিএনজি অটো রিকশা কন্টেইনার লরিটি পাশপাশি চলছিল। বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের কারণে লরিটি সাইট নিতে গিয়ে এক পাশের চাকা গর্তে পড়ে গেলে সিএনজির উপর উল্টে পড়ে। এতে ২ যাত্রী এবং চালকসহ ৩জর সিএনজিটি লরির নীচে চাপা পড়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ ষ্টেশনে ডিউটি অফিসার রুপম বড়ুয়া জানান, নীমতলা বিশ্ব রোড় এলাকায় কন্টেনার লরীর নীচে চাপাপড়া সিএনজি উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ৭টি স্টেশন থেকে গাড়ি গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

দুর্ঘটনার পর চসিকের কর্মীরা পাথর ফেলে রাস্তার গর্ত ভরাট করছে।

এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার কাজ চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, বন্দর পোর্ট কনেকাটং সড়কে বিশাল বিশাল গর্তের কারণে প্রায় ছোট খাটো দুর্ঘটনা এবং যাবাহন বিকল হওয়া ঘটনা ঘটে চলছে ।

এদিকে দুর্ঘটনার এক ঘন্টার মাথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইট ভর্তি দুটি ট্রাক ঘটনাস্থলে গিয়ে সড়কের গর্তগুলো ইট ফেলে ভরাট করতে দেখা গেছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print