
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকা একটি ট্রাক থেকে অর্ধ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এসময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব এ অভিযান চালায়। আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন- শফিকুল ইসলাম (৩৭) ও জালাল উদ্দিন (১৮)।
র্যাবের সিনিয়র এএসপি সাহেদা সুলতানা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী পন্য পরিবহনের আড়ালে একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিক্তিতে আজ ১৪ আগস্ট ভোরে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ রোডে জুলিও হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ট্টাক (ঢাকা-মেট্রো-অ-১১-০০৯৯) আটক করে। এসময় ২ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো মতে ট্টাকটিতে তল্লাশী করে এর তেলের ট্যাংকির গোপন কুঠুরীতে প্লাস্টিকের বোতলের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা।