ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাতকে অপহরণের পর গুম!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়া বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী, এবিএন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে অপহরণের পর গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।

তার পিতা কর্নেল (অব.) সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে গাড়ি আটকে সাদাতকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। সৈয়দ শাহাবুদ্দিন বলেন, ছেলে সৈয়দ মেহেদি জামান ও বাসার কেয়ারটেকারকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে অফিসে আসছেন সৈয়দ সাদাত। অপরহরণের দুদিন চলে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

বিকাল ৩টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। মাইক্রোবাসের একজন এসে সাদাতের গাড়ির চালকের আসনে বসেন। দুটি গাড়িই কুড়িল বিশ্বরোডের তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচলে গিয়ে থামে। সাদাতের গাড়িতে ওই সময়ও তার ছেলে মেহেদি ও কেয়ারটেকার ছিলেন। পরে পূর্বাচলে সাদাতের গাড়ি থেকে ওই ব্যক্তি নেমে যান। সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন বলে তার ছেলেকে বলে যান তিনি। লোকটি মেহেদির কাছ থেকে তার মোবাইল ফোনটিও নিয়ে যায়।

.

সৈয়দ সাদাতের ছেলে মেহেদী জামানের বরাত দিয়ে সৈয়দ শাহাবুদ্দিন বলেন, পরে ওই মাইক্রোবাস নারায়ণগঞ্জের দিকে চলে যায়। পরে খবর পেয়ে থানায় ছুটে যান সৈয়দ সাদাতের পরিবারের সদস্য ও স্বজনরা। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।

এবিএন গ্রুপের কর্মকর্তা নজরুল ইসলাম খান সুমন জানান, ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল এজেন্সিতেও যোগাযোগ করছি। কোথাও কোনো হদিস পাওয়া যায়নি।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, উনার স্বজনরা থানায় এসেছেন। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়িক কারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের পর গঠিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ বর্তমান কমিটি থেকে বাদ পড়েন। তিনি চট্টগ্রামের পটিয়া আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এবিএন-গ্রুপের অধীনে এশিয়ান বিজনেস নেটওয়ার্ক, এবিএন এভিয়েশন, এবিএন ট্রাভেলস, এবিএন কার্গো, এবিএন প্রোপার্টিজ লিমিটেড, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কফি চেইন সুগার এন স্পাইস পরিচালিত হয়।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print