
নগরীর চট্টেশ্বরী রোডের আলমাস সিনেমার সামনে আগুনে পুড়ে গেছে হিউম্যান হলারের (মিনি বাস) একাংশ সামনের অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র করেছে। তবে গাড়ীটির সামনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা রেজাউল কবীর বলেন, দুপুরে চট্টেশ্বরীে এলাকায় আলমাস সিনেমার সামনে একটি গাড়ীতে আগুন লাগে খবর পেয়ে আমাদের একটি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে। আগুনে গাড়ীটির সামনে অংশ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাস্তা মেরামতের কাজ চলার সময় গাড়ীটার রাস্তার পার্শ্বে দাড়িয়ে ছিল। এটির সামনে সিটি কর্পোরেশনের কর্মীরা ভিটুমিন তৈরী করার জন্য অস্থায়ী চুল্লি জ্বালালে সেখান থেকে গাড়ীতে আগুন ধরে যায়।