বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে অটো রিকশা উল্টে চার যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের ফুলতল খাজা ডেইরি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মধ্যে খরণদ্বীপ এলাকার রেজাউল করিম (২৮), ধোরলা এলাকার সায়েম চৌধুরী (২৮), সারোয়াতলীর মীর আহমদ (৫০), পশ্চিম কধুরখীলের সেকান্দর হোসেন (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক তাপস কান্তি মজুমদার।
তিনি জানান, রেজাউল করিম ও মীর আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।